আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নাইজেরিয়ার মানবাধিকার অঙ্গনে সক্রিয় এক আইনজীবি জরুরি ভিত্তিতে আবুজা হাই কোর্টে একটি আবেদন করেছেন। যাতে শেইখ যাকযাকি’র দৃষ্টিশক্তি হারানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
‘ফামি ফালানা’ নামক ঐ মানবাধিকার কর্মী উল্লেখ করেছেন: গতবছর নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতার বাড়িতে সেনাবাহিনী’র হামলায় এক চোখ হারান শেইখ যাকযাকি এবং বর্তমানে তার অন্য চোখটিও নষ্ট হতে বসেছে।
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, শেইখ যাকযাকি’র চিকিৎসকের ভাষ্যমতে, গতবছর ডিসেম্বরে যারিয়া শহরে তার বাড়িকে কেন্দ্র করে চালানো হামলায় শরীরে ৭টি গুলি বিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়।
এ হামলায় প্রাণ হারায় শত শত শিয়া মুসলিম। একজন নাইজেরিয় সেনার নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল সে সময়।
নাইজেরিয়ার সংবিধান অনুযায়ী গ্রেপ্তারের ৪৮ ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নিয়ম থাকলেও কোনরূপ অভিযোগ ছাড়াই শেইখ যাকযাকিকে আটক করা হয়েছিল।
শিয়ারা সেনাবাহিনী প্রধানকে হত্যা করতে চেয়েছিল তাই তাদের উপর হামলা চালানো হয় বলে ঐ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবী করা হয়েছিল। অথচ সম্প্রতি ঐ ঘটনার জন্য সেনাবাহিনীকেই দোষী সাব্যস্ত করেছে সরকারি তদন্ত কমিটি।#