‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৭ জানুয়ারী ২০১৮

৪:১১:১৯ PM
879469

ইরাকে মার্কিন হামলায় ২৮ ইরাকি হতাহত (ছবি)

ইরাকের আল-বাগদাদি শহরের উর্ধ্বতন কর্মকর্তার গাড়ী বহরকে লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইরাকি সেনা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে আজ (শনিবার, ২৭ জানুয়ারি) ভোরে আল-আনবার প্রদেশের আল-বাগদাদি শহরের শীর্ষ কর্মকর্তার গাড়ী বহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে অন্তত ২৮ জন হতাহত হয়েছে।
স্থানীয় পুলিশ সুপার কর্নেল সালাম আল-উবাইদির সাথে আল-বাগদাদী শহরের শীর্ষ কর্মকর্তা শারাহবিল আল-উবাইদি, আল-উবাইদি গোত্রের প্রধানের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ সময় মার্কিন হেলিকপ্টার থেকে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ হামলায় শারাহবিল আল-উবাইদি, ঐ অঞ্চলের পুলিশ সুপার এবং শারাহবিলের ৫ দেহরক্ষীসহ আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। এতে ইরাকের গণবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
ইরাক থেকে বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে যে, আল-বাগদাদি অঞ্চলে চালানো মার্কিন এ হামলা, স্থানীয় একজন গোত্র প্রধানকে আটক করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।
মার্কিন সেনারা ঐ অঞ্চল ত্যাগ করার পর, এ্যাপাচি হেলিকপ্টার থেকে ঐ ব্যক্তির বাড়ীর চারপাশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ইরাক নিরাপত্তা বাহিনীর একজন অফিসারসহ স্থানীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর ৫ সদস্যও নিহত হয়।
এদিকে, ফরাসী বার্তা সংস্থা বাগদাদ থেকে জানিয়েছে, ইরাক কর্তৃপক্ষ জানিয়েছে যে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের, ইরাকি সৈন্যদের উপর কথিত ভুলবশতঃ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
আল-আনবার প্রদেশের এক কর্মকর্তার ভাষ্যমতে, বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে সুন্নী অধ্যুষিত আল-আনবার প্রদেশের আল-বাগদাদি শহরে মার্কিন বিমান হামলায় নিরাপত্তা বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৮ জন নিহত হয়েছে।
কিছুদিন আগেও দায়েশের সর্বশেষ ঘাঁটিটির অবস্থান ছিল এ অঞ্চলেই। গত ডিসেম্বর মাসে ইরাক সরকার, সন্ত্রাসীদের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করে তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমাপ্তি ঘোষণা করে।
প্রসঙ্গত, আল-বাগদাদি এলাকাটি, আইন আল-আসাদ সেনাঘাঁটির কাছে অবস্থিত; যেখানে রয়েছে মার্কিন বিমান ঘাঁটি। আইন আল-আসাদ ঘাঁটিটিকে ইরাকে মার্কিনীদের সবচেয়ে বড় বিমান ঘাঁটি হিসেবে ধরা হয়।#