২৬ মে ২০২১ - ০৯:৪১
News ID: 1144393
ইসরাইলি হামলায় শহীদ হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। আজ বহু ফিলিস্তিনি একজন শহীদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরো ১৯১০ ফিলিস্তিনি। ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।#