‘আহলে বাইত বার্তা সংস্থা’

ইরান দুর্বল হওয়ার ভ্রান্তির জবাব দিলেন সর্বোচ্চ নেতা; ভবিষ্যতই বলে দেবে কারা দুর্বল হয়েছে

۲ ساعت پیش

ইসলামী প্রজাতন্ত্র ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা আজ (বুধবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি বলেন, যেমনটি বলেছি প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে। গাজা জয় লাভ করেছে।

And next…

সর্বশেষ সংবাদ