৩০ এপ্রিল ২০২৪ - ০৩:১২
লাতিন আমেরিকার যুবসমাজের সমাবেশে মাজমা’র সেক্রেটারি জেনারেল (ভিডিও)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রাজিলের মুসলমানদের উদ্যোগে আয়োজিত ‘ইসলাম; জীবনমুখী ও সংলাপের ধর্ম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে ব্রাজিল সফর করছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ রেজা রামাজানি। তিনি, রাজধানী সাওপাওলো’তে আয়োজিত লাতিন আমেরিকার যুবসমাজের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন।#