১২ ডিসেম্বর ২০২৪ - ১৮:৫৫
ব্রিটেনকে বলতে হবে সিরিয়ায় সঙ্কট সৃষ্টিতে তারা কত টাকা ব্যয় করেছেন: ইরানি মুখপাত্র

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সিরিয়া পরিস্থিতির বিষয়ে ব্রিটিশ দাবিকে মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন।

তিনি গতরাতে (বুধবার রাতে) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দাবির জবাবে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আইন বিষয়ে পড়ালেখা করলেও ইসরাইলি গণহত্যাকে ন্যায্য হিসেবে তুলে ধরছেন। তার মতে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করার পর গণহত্যা বলা যাবে। তার এ ধরণের বক্তব্যের কারণে ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার প্রতিবেদক তাকে 'গণহত্যা অস্বীকারকারী' হিসেবে ঘোষণা করেছেন। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি ফিলিস্তিন ইস্যুতে ব্রিটেনের নিরবচ্ছিন্ন বিধ্বংসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সম্প্রতি সিরিয়া পরিস্থিতি সম্পর্কে দেশটির পার্লামেন্টে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানকার রক্তপাতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এক্স পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাস্তবতাকে কীভাবে পরিবর্তন করা হয় তার একটা উদাহরণ সৃষ্টি করেছেন ডেভিড ল্যামি। এই ব্রিটিশ মন্ত্রীকে প্রশ্ন করা উচিত সিরিয়ায় তার দেশ চারশ' কোটি পাউন্ডের বেশি খরচ করার যে কথা বলছে তার মধ্যে কত পরিমাণ অর্থ সিরিয়ায় সঙ্কট সৃষ্টি ও তা জিইয়ে রাখার জন্য ব্যয় করা হয়েছে? আসলে যুক্তরাজ্যের মতো দেশগুলো যারা সিরিয়া ও ইরাকে দায়েশ বা আইএস গঠন ও বিস্তারের মূল হোতা তাদের হাতে সিরিয়ার মানুষের রক্ত লেগে আছে।

ইরানের এই কর্মকর্তা বলেন, দখলদার ইসরাইলকে সরবরাহকৃত ব্রিটিশ অস্ত্র দিয়ে ইহুদিবাদীরা এখনও সিরিয়ার জনগণকে হত্যা করছে এবং দেশটির অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।#

342/