১৫ ডিসেম্বর ২০২৪ - ১৭:১৫
ইরানের বিখ্যাত কবি শাহরিয়ারকে নিয়ে ইস্তাম্বুলে আন্তর্জাতিক সেমিনার

পার্স-টুডে-ইরানের বিখ্যাত জন-নন্দিত কবি মরহুম মুহাম্মাদ হোসেইন শাহরিয়ারকে নিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে সম্প্রতি হয়ে গেল এক আন্তর্জাতিক সেমিনার।

এই সেমিনারে অংশ নিয়েছেন ইরান ও তুরস্কের অধ্যাপকরা ছাড়াও আযারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, উজবেকিস্তান ও তাজিকিস্তানের গবেষক ও বিশেষজ্ঞরা।

শাহরিয়ারের আসল নামে সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইন বাহজাত তাবরিজি। তাঁর জন্ম ১৯০৬ সালে ও মৃত্যু ১৯৮৮ সালে। ইরানের তাব্রিজের অধিবাসী এই কবি তুর্কি, আজারবাইজানী ও ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। 'হেইদার বাবাকে সালাম' শীর্ষক তাঁর কাব্য-গ্রন্থ বিশ্বের ৮০টিরও বেশি ভাষায় অনূদিত।

এই সেমিনারে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আলী গুজেলইয়ুজ তুরস্কের সাহিত্য-মোদীদের ওপর শাহরিয়ারের প্রভাব সম্পর্কে বলেছেন, শাহরিয়ার সমসাময়িক যুগের ব্যাপক জনপ্রিয় ইরানি কবিদের অন্যতম।

তুরস্কে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে তাব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যের প্রধান মোহাম্মাদ মাহদিপুর শাহরিয়ার সম্পর্কে বলেছেন, শাহরিয়ার যে কেবল একজন শক্তিশালী কবি ছিলেন তা নয়, একইসঙ্গে তিনি ছিলেন বিভিন্ন জাতি ও ভাষার মধ্যে সাংস্কৃতিক সেতু। তিনি তাঁর কবিতাগুলোর মাধ্যমে অভিন্ন মানবীয় মূল্যবোধগুলোর ছবি এঁকেছেন এবং নিজের অমর সৃষ্টির মাধ্যমে ভাষা ও ভৌগলিক সীমার ঊর্ধ্বে বিশ্ব সাহিত্যের অঙ্গনে স্থান করে নিয়েছেন।

ইরানের সাহিত্য অঙ্গনে এই কবির অনন্য অবস্থানের কথা তুলে ধরে ইস্তাম্বুল শহরের ইরানি কনস্যুলেট প্রধান আহমাদ মোহাম্মাদি বলেছেন, শাহরিয়ার ছিলেন এমন একজন কবি যিনি সব সময় জনগণের নানা সংকট ও আশা-আকাঙ্ক্ষাগুলোর প্রতি লক্ষ্য রাখতেন এবং তিনি তার কবিতাগুলোয় পবিত্রতা বা সততা ও আন্তরিকতার আহ্বান জানিয়ে গেছেন। #

342/