২ আগস্ট ২০২৫ - ০০:১৭
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল

পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর। 


দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর দ্বারা উপস্থাপিত এবং ব্যাপকভাবে অনুমোদিত শর্তগুলো পূরণ হলে, সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে।

তবে এই সিদ্ধান্ত গ্রহণের আগে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দ্য সুজা এবং সংসদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, অতীতেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য কিছু শর্ত ও মূলনীতি ব্যাখ্যা করা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল—সেসব দেশের সঙ্গে একমত হওয়া যাদের সঙ্গে পর্তুগালের স্থায়ী আলোচনা রয়েছে এবং যারা এই আন্তর্জাতিক সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha