১ অক্টোবর ২০২৫ - ০৭:২৬
ইসরায়েলি হামলায় ভোর থেকে ২৫ ফিলিস্তিনি নিহত।

আজ ভোর (স্থানীয় সময়) থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন ছিলেন কেন্দ্রীয় গাজার একটি এলাকায় ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ। অবরুদ্ধ উপত্যকায় চলমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।




সাম্প্রতিক এই হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। গাজার হাসপাতালগুলো বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছে – চিকিৎসা সামগ্রী ও বিদ্যুৎ ঘাটতির কারণে তারা চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছে না।

Tags

Your Comment

You are replying to: .
captcha