আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “শহিদত্ব হল সংগ্রামের প্রতিদান, সেটা হোক ৮ বছরের ইরান-ইরাক যুদ্ধ, বা এই বছরের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের নায়কত্বপূর্ণ যুদ্ধ, অথবা লেবানন, গাজা ও ফিলিস্তিনে। জাতিগুলো এই সংগ্রামের মাধ্যমে বিকশিত হয় এবং শহিদত্বের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে।”
সর্ব্বোচ নেতা জোর দিয়ে বলেন, “সত্যের জয় ও মিথ্যার পতনের জন্য আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখা এবং আল্লাহর ধর্ম সমর্থনে আমাদের কর্তব্যে অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Your Comment