আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আগামী ২/১/২০২৬ মাওলায়ে কায়েনাত, ওসিয়ে রাসূল (সা.), শের-ই-খোদা, আমিরুল মুমিনিন
হযরত আলী ইবনে আবু তালিব (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বরকতময় মাহফিলের আয়োজন করা হয়েছে।
সদরঘাট ইমাম্বারগাহের পক্ষ থেকে উক্ত মাহফিলে মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর প্রিয় আহলে বাইতের মহব্বত অর্জনের নিয়তে সকরের উপস্থিতি, দোয়া ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে শরিক হয়ে ইমাম আলী (আ.)-এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন।
বক্তা : হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসাইন সাহেব।
স্থান : সদরঘাট ইমাম্বারঘা , চট্রগ্রাম , বাংলাদেশ।
Your Comment