৪ জানুয়ারী ২০২৬ - ০৭:৫৪
তেহরানে হায়দার হায়দার ধ্বনীর সাথে খাইবারের দরজার প্রতীক উন্মোচিত হল/ইহুদিবাদী শাসকেরর প্রতি ইরানের প্রতিক্রিয়া এটি; ইতিহাস থেকে শিক্ষা নিন।

১৩ই রজব আমিরুল মুমিনিন হযরত ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের ময়দানে হাজারো মানুষের ‍উপস্থিতিতে বিশাল আয়োজনে আনন্দ উৎসব হয়, উৎসবের এক অংশে খাইবার বিজয়ী ইমাম আলী (আ.) জন্মবার্ষিকীতে বিজয়ের প্রতীক হিসেবে খাইবারের দরজার প্রতীক উন্মোচন করা হয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha