১৭ জানুয়ারী ২০২৬ - ১৮:৩৯
আল-জাজিরা: ট্রাম্প ইরানের উপর বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা জারি করে জীবন ব্যবস্থা কষ্টকর করে তুলেছে, অপরদিকে ইরানী জাতিকে সাহায্য করার দাবী করে!

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা লিখেছে: যেখানে যুক্তিহীন নিষেধাজ্ঞা দিয়ে ইরানীদের অর্থনৈতিক অবস্থা এবং জীবন ব্যবস্থা কষ্টকর করেছে, সেখানে ট্রম্পের বলা উক্তি “ইরানীদেরকে সাহায্য করতে চাই” হাস্যকর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা: ট্রম্পের বলা উক্তি “ইরানীদেরকে সাহায্য করতে চাই” হাস্যকর বলে আখ্যায়িত করে লিখেছে: বর্তমান পরিস্থিতিতে ইরানীদের প্রতিবাদ এবং পরবর্তিতে যে নাশকতার সৃষ্টি হয়, সেগুলি প্রধান কারন হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি, আর এই অর্থনৈতিক পরিস্থিতির কারন হচ্ছে ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভন্ন রকম নিষেধাজ্ঞা।

Tags

Your Comment

You are replying to: .
captcha