আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা: ট্রম্পের বলা উক্তি “ইরানীদেরকে সাহায্য করতে চাই” হাস্যকর বলে আখ্যায়িত করে লিখেছে: বর্তমান পরিস্থিতিতে ইরানীদের প্রতিবাদ এবং পরবর্তিতে যে নাশকতার সৃষ্টি হয়, সেগুলি প্রধান কারন হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি, আর এই অর্থনৈতিক পরিস্থিতির কারন হচ্ছে ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভন্ন রকম নিষেধাজ্ঞা।
আল-জাজিরা: ট্রাম্প ইরানের উপর বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা জারি করে জীবন ব্যবস্থা কষ্টকর করে তুলেছে, অপরদিকে ইরানী জাতিকে সাহায্য করার দাবী করে!
১৭ জানুয়ারী ২০২৬ - ১৮:৩৯
News ID: 1772538
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা লিখেছে: যেখানে যুক্তিহীন নিষেধাজ্ঞা দিয়ে ইরানীদের অর্থনৈতিক অবস্থা এবং জীবন ব্যবস্থা কষ্টকর করেছে, সেখানে ট্রম্পের বলা উক্তি “ইরানীদেরকে সাহায্য করতে চাই” হাস্যকর।
Your Comment