১৮ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৭
বিপ্লবের সর্বোচ্চ নেতা নবীজির অভিষেকের দিনে বিভিন্ন শ্রেনীর জনগনের সাথে সাক্ষাৎ করে বর্তমান পরিস্থিতিতে করনীয় কর্তব্য সম্পর্কে অবগত করেন।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইরানে সাম্প্রতিক দাঙ্গার কারন হচ্ছে আমেরিকা এবং উদ্দেশ্য ছিল ইরানের গলাধঃকরণ করা/ ইরানী জাতি এই ফিতনা ধ্বংস করতে সক্ষম হয়েছে; অবশ্যই ফিতনাকারীকেও ধ্বংস করতে হবে ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হা.ফা.) শনিবার সকালে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতের অভিষেক দিবসে ইমাম খোমেইনী (র.হ.)-এর হুসাইনিয়্যায় বিভিন্ন শ্রেনীর হাজার হাজার জনগনের সাথে সাক্ষাৎ এবং বক্তব্য দেন।




সর্বোচ্চ নেতা নবীজির অভিষেক দিবস, মহান ও মর্যাদাসম্পন্ন এই দিনের মোবারকবাদ জানিয়ে বলেন: সাম্প্রতিক দাঙ্গার কারন হচ্ছে আমেরিকা এবং উদ্দেশ্য ছিল ইরানের গলাধঃকরণ করা/ ইরানী জাতি এই ফিতনা ধ্বংস করতে সক্ষম হয়েছে; অবশ্যই ফিতনাকারীকেও ধ্বংস করতে হবে 


বিপ্লবের সর্বোচ্চ নেতা নবীজির অভিষেকের ঘটনাকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় ও অন্যতম ঈদ হিসেবে বর্ণনা করে বলেন: এই দিনে পবিত্র কোরআনের সূচনা হয়, সৃষ্টির শ্রেষ্ঠত্বে পৌাছানের জন্য আল্লাহর বিধান সম্পর্কে জানার ব্যবস্থা, ইসলামী ইতিহাস ও সভ্যতার শুরু এবং ইসলামের ন্যায় ও আদালতে, ভ্রাতৃত্ব ও সমকক্ষতার পতাকা উন্মচোনের দিন। 

সর্বোচ্চ নেতা বলেন ঈদে মাবআস বা নবীজির অভিষেক সম্পর্কে জানতে হলে অবশ্যই আমিরুল মুমিনিন আলী (আ.)-এর নাহজুল বালাগাহ গ্রন্থে উল্লেখিত বর্ননা লক্ষ্য করতে হবে। 

 আয়াতুল্লাহ খামেনেয়ী দেশটির সাম্প্রতিক দাঙ্গার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানী জাতিকে দাঙ্গাকারী ও হত্যাকারী বলাকে সম্পূর্ণরুপে অপবাদ দেওয়া বলেন, কেননা মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে দাঙ্গাকারীদের সাহায্য করার প্রত্যাশা দিয়েছে এবং তাদের উৎসাহ করেছে, এছাড়া আমেরিকা ও ইসরাইল তাদের নাশকতায় সাহায্য করেছে, সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং মিথ্যাচারের জন্য দায়ী।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইরানে সাম্প্রতিক দাঙ্গার কারন হচ্ছে আমেরিকা এবং উদ্দেশ্য ছিল ইরানের গলাধঃকরণ করা, কিন্তু ইরানী জাতি এই ফিতনা ধ্বংস করতে সক্ষম হয়েছে; অবশ্যই ফিতনাকারীকেও ধ্বংস করতে হবে ।

(বক্তব্যের সংক্ষিপ্ত অংশ-১)

Tags

Your Comment

You are replying to: .
captcha