১৬ জানুয়ারী ২০২৬ - ০৩:১৫
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অভিষেক দিবস

২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)-এর নবুওয়াত প্রাপ্তি এবং কোরআন নাযিলের সূচনার ঐতিহাসিক দিবস।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বের মুসলমানদের জন্য এ দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ, মানব জাতির জন্য বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ঐশী নেতৃত্ব এবং ইসলামের চিরন্তন ও বিশ্বজনীন বিধান অর্থাৎ কোরআন নাযিলের শুরু হয়েছিল পবিত্র এই দিনে।



প্রশিদ্ধ রেওয়ায়াত অনুযায়ী এই সেই দিন, সর্বপ্রথম ওহী নাযিল হয় এবং বলা হয়: ”ইকরা বি ইসমি রাব্বিকাল আ’লা...” সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত ছিল কোরআন নাযিলের সূচনা।


মহানবী (সা.)-এর জন্মের আগেই তাঁর পিতা আবদুল্লাহ মারা যান। ফলে, দাদা আবদুল মুত্তালিব তাঁকে লালন-পালনের দায়িত্বভার নেন। দাদামহের পর তিনি আট বছর বয়স থেকে যৌবনে উপনীত হওয়া পর্যন্ত চাচা হযরত আবু তালিব (আ.)-এর তত্ত্বাবধানে ছিলেন।

সততা, বিশ্বস্ততা ও নেক চরিত্রের জন্য তিনি আল-আমিন নামে সমাজে খ্যাতি অর্জন করেছিলেন। হযরত মুহাম্মাদ (সা.) ২৫ বছর বয়সে মহীয়সী ও সম্ভ্রান্ত নারী হযরত খাদিজা (সা.)-কে বিয়ে করেন।


হযরত মুহাম্মাদ (সা.) অধিকাংশ সময় মক্কার জাবালুন নূর পর্বতের হিরা নামক গুহায় ইবাদাত-বন্দেগীতে মগ্ন হতেন। মানবজাতিকে নানা বিচ্যুতি ও অধঃপতন থেকে মুক্ত করা ছিল তাঁর চিন্তাভাবনার মূল বিষয়।


নবীজির ৪০ বছর বয়সে এমন এক (২৭ রজব)  দিনে হিরা গুহায় রিসালাতের দায়িত্ব লাভ করেন । এখানেই নাজিল হয়েছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত। এরপর ইসলামের দাওয়াত শুরু করেন তিনি। মক্কার নানা গোত্রের কাফের ও মুশরিকদের নির্যাতন এবং জ্বালাতনের প্রেক্ষাপটে মক্কা থেকে ইয়াসরিব বা বর্তমানের মদিনা শহরে হিজরত করেন। সেখানে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।


ইরানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা প্রতি বছরই এ পবিত্র দিনটিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে উদযাপন করেন। মসজিদসহ ধর্মীয় স্থানগুলোতে পাঠ করা হয় আল্লাহর সর্বশেষ রাসূল (স.)'র প্রশংসাসূচক কবিতা বা নাত।

অনুষ্ঠিত হয় আলোচনা সভা; দান-সদকার পাশাপাশি বিতরণ করা হয় মিষ্টি, শরবত, ফলমূল ইত্যাদি। এই রাতে মুসলমানেরা মশগুল হন নানা ধরনের বিশেষ এবাদাতে।
পবিত্র ও খুশির এ দিনটি উপলক্ষে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে সব মুসলমান ও মুক্তিকামী মানুষের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ।

Tags

Your Comment

You are replying to: .
captcha