আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দাওয়াতে আহলে বাইত (আ.)-এর উদ্যোগে ১৬ জানুয়ারী, ২০২৬ শুক্রবার, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তুলা ভবন সম্মেলন কক্ষে (দ্বিতীয় তলা), খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় একদিনের বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একদিনের এই সম্মেলনে সংস্থার কার্যবিবরণী পাঠ ও পর্যালোচনা করা হয়। অতঃপর চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটসহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্বলিত খসড়া প্রতিবেদন তুলে ধরা হয়।
সভায় উপস্থিত সদস্যগণ গত বছরের কার্যক্রমে সদস্যদের প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা প্রকাশ করেন এবং আগামী বছরগুলিতে কার্যক্রম উন্নত করার বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর জনাব সাইয়্যেদ রেযা মীর মোহাম্মদী।
বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি সভাপতি জনাব সাইয়্যেদ ইব্রাহীম খলিল রাযাভী, সহ-সভাপতি সাইয়্যেদ আফতাব হোসেন নাকাভী, সেক্রেটারি জনাব আব্দুল কুদ্দুস বাদশাহ এবং দাওয়াতে আহলে বাইত (আ.) সংস্থার চেয়ারম্যান জনাব মুহাম্মদ শরাফ উদ্দিন এ সম্মেলনে বক্তব্য রাখেন।
Your Comment