৩ নভেম্বর ২০১৭ - ১৬:১০
বৈরুতে মাজমার উচ্চতর পরিষদের সভা শুরু

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের ১৭৬তম সভা আয়াতুল্লাহ শাবিস্তারির সভাপতিত্বে লেবাননের রাজধানী বৈরুতে শুরু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) উচ্চতর পরিষদের ১৭৬তম সভা আজ (শুক্রবার, ৩ নভেম্বর) সকালে লেবাননের রাজধানী বৈরুতে শুরু হয়েছে।
দু’দিন ব্যাপী আয়োজিত এ সভা বৈরুতের ‘রামাদা’ হোটেলে আয়াতুল্লাহ শাবিস্তারির সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। এতে মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচিত হবে।
প্রসঙ্গত, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদ, বিশ্বের যে সকল দেশে আহলে বাইত (আ.) এর বিপুল সংখ্যক অনুসারী বসবাস করে সেসকল দেশের আলেম ও প্রতিভাবান ব্যক্তিত্বদের নিয়ে গঠিত। দেশগুলোর মধ্যে ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, বাহরাইন ও সৌদি আরবের নাম উল্লেখযোগ্য।#