আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র ঈদে মিলাদুন্নাবি (স.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে গতকাল (শুক্রবার, ২৩ নভেম্বর) রাজশাহীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকানে রাসুল (স.) গণের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ আজিজুল হক; বিভাগীয় প্রধান (অব.), মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. জ. ম. মনিরুল ইসলাম; সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর সিদ্দিকুর রহমান, জনাব মোঃ টিপু সুলতান ও জনাব মোঃ ইয়াকুব আলী।
এ অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ইফতেখার হুসাইন।#





