১২ এপ্রিল ২০১৯ - ২০:২৫
পাকিস্তানে শিয়া অধ্যুষিত কোয়েটা শহরে বোমা হামলা, ৪৬ জন হতাহত (ছবি)

পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের রাজধানী কোয়েটায় চালানো বোমা হামলায় অন্তত ১৬ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের কোয়েটা শহরের একটি বাজারে বোমা হামলায় ১৬ ব্যক্তি প্রাণ হারিয়েছে। এ ঘটনায় বহু লোক আহত হয়েছে, আহতদের কারো কারো অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

গতকাল (শুক্রবার) ভোরের দিকে শিয়া অধ্যুষিত হাজার গাঞ্জি এলাকায় অবস্থিত একটি কাঁচা বাজারে এ বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানের নিউজ চ্যানেলগুলো থেকে প্রচারিত সংবাদে বলা হয়েছে, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলের আশেপাশের বাড়িঘর এবং পার্ক করে রাখা গাড়ীগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাকিস্তান কর্তৃপক্ষের ভাষ্যমতে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৮ জন আহলে বাইত (আ.) এর অনুসারী। এ ঘটনায় অপর ৩০ জন আহত হয়েছে।

হাজারা শিয়াদেরকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দলই এ হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ‘জাম কামাল’ এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন: এ ঘটনায় জড়িত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকলেই মানবতার শত্রু।

প্রসঙ্গত, পাকিস্তানের যে সকল রাজ্যে আহলে বাইত (আ.) এর অনুসারীরা চরম অরক্ষিত অবস্থায় দিনাতিপাত করছে তার মধ্যে শীর্ষ শহরগুলোর একটি হচ্ছে কোয়েটা।  দেশটির কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের গাফিলতি এবং নিরবতার সুযোগে বিভিন্ন উগ্রতাবাদী সংগঠন এ এলাকায় তৎপর রয়েছে। কিছুদিন পরপর সন্ত্রাসীরা সাধারণ জনগণকে টার্গেট করে হামলা চালিয়ে থাকে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বারংবার প্রতিশ্রুতি দেয়া হলেও সরকারী বাহিনীগুলোর পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায় না আদৌ।#