আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোরোনা ভাইরাসের কারণে চলতি বছরে (১৪৪২) বিগত বছরগুলোর ন্যায় বিপুল সংখ্যক বিদেশী যায়ের ইমাম হুসাইনের (আ.) আরবাইনের পদযাত্রা এবং তাঁর চল্লিশা (আরবাইন) উপলক্ষে আয়োজিত বিশাল শোক সমাবেশে যোগ দিতে না পারলেও ইরাকের বিভিন্ন শহর থেকে ইমাম হুসাইনের (আ.) লাখো ভক্ত কারবালা অভিমুখে রওনা হয়ে ইতিমধ্যে কারবালা পৌঁছেছে অথবা আজ রাত এবং কাল সকালে কারবালা পৌঁছুবে। নাজাফ-কারবালা পদযাত্রা রুটে প্রতিবছরের ন্যায় চলতি বছরও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) স্টল তৎপর রয়েছে। নিচের ছবিগুলোতে মাজমা’র ঐ স্টলের কিছু তৎপরতা তুলে ধরা হল।#176

৭ অক্টোবর ২০২০ - ০৭:৫৩