প্রসঙ্গত, প্রতি বছর আরবাইনের ১০ দিন আগে থেকে আরবাইনের তিন দিন পর থেকে আবদুল খানের জনগণ এ প্রস্তুতি গ্রহণ করে।

২০ সেপ্টেম্বর ২০২২ - ১৭:৩৪

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ১৪৪০ সালের পবিত্র চেহলামের অনুষ্ঠানে অংশ নিতে রওনা হওয়া যায়েরদের সেবা দিতে চাজাবেহ সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে কারখেহ শহরের কেন্দ্র আলওয়ান আব্দুল খান শহরের লোকেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আরবাইন (ইমাম হুসাইন। (আ.)-এর চল্লিশার) অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইরাকের উদ্দেশ্যে রওনা হওয়া যায়ের (যেয়ারতকারী)দের মাঝে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার, পানি ও চা বিতরণের পাশাপাশি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নির্মিত মৌকেবগুলোতে (স্টল) জামাতের নামাজসহ রয়েছে বিভিন্ন সময়ে শোকানুষ্ঠানের বিশেষ আয়োজন।