আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রাজিলের কুরিতিবা শহরে অবস্থিত হাওযা ইলমিয়া পরিদর্শন করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী। তিনি ‘ইসলাম; জীবনমুখী ও সংলাপের ধর্ম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে ব্রাজিল সফর করছেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও ধর্মীয় ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখেন।#176
৭ মে ২০২৪ - ০৪:২৯
News ID: 1456685