আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের শিয়ারা মাজার-ই শরিফে হযরত রুকাইয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাইআতে জান্নাতুল হুসাইন (আ.) উদ্যোগে বৃহৎ শোক মজলিশের আয়োজন করেছে। মাজার-ই শরিফের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সাইয়্যেদ হায়দার হাশেমি’ এ অনুষ্ঠানে বক্তব্য ও মাসায়েব পড়েছেন।#
১৪ আগস্ট ২০২৪ - ০২:০৪
News ID: 1478506