ইরান ও গাজার শিশু শহীদদের স্মরণে "ইরানের কারবালা থেকে গাজার কারবালা পর্যন্ত" শিরোনামে নীরব প্রতিবাদ সমাবেশ।
৩১ জুলাই ২০২৫ - ০৪:৫৯
News ID: 1713184
আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): ইরান ও গাজার শিশু শহীদদের স্মরণে "ইরানের কারবালা থেকে গাজার কারবালা পর্যন্ত" শিরোনামে একটি নীরব প্রতিবাদ সমাবেশ বুধবার (২৭ আগস্ট, ১৪০৪) বিকেলে ইমাম খোমেইনী হাসপাতালে অনুষ্ঠিত হয়, যা হযরত রুকাইয়া (সা.)-এর শাহাদাত বার্ষিকী এবং শিশুদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধের প্রতিক্রিয়া হিসেবে অনুষ্ঠিত হয়। এই সমাবেশে চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, অনুষদ সদস্য, শিক্ষার্থী এবং চিকিৎসা কর্মীরা উপস্থিত ছিলেন।
Your Comment