সূত্র : ABNA
বুধবার
২২ জানুয়ারী ২০২০
৬:৫২:৪২ PM
1004608
নাইজেরিয়াতে ‘ইসলামি আন্দোলন’ বিষয়ক সম্মেলন (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শিয়া ওলামা, চিন্তাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজিত ‘ইসলামি আন্দোলন’ শীর্ষক সম্মেলন নাইজেরিয়ার ক্যাতসিনা শহরে সমাপ্ত হয়েছে। ৩ দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে বক্তারা শাইখ যাকযাকির মুক্তির দাবী জানান। এ সময় বক্তারা সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করার ক্ষেত্রে জেনারেল সোলেইমানি, তার সহযোদ্ধা এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্যদের ভূমিকা ও আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন।#