
২৩ জানুয়ারী ২০২০ - ১৯:০৬
News ID: 1004890

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ওয়েব সাইটে (khamenei.ir) এ ছবি প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ নেতা গত শুক্রবার (১৭ জানুয়ারি ২০২০) জুমআর খোতবায় বলেন: ‘ইউরোপীয়রা ইরানের সঙ্গে যে সংলাপে বসে তাতেও থাকে প্রতারণা। ভদ্রলোকের বেশধারী যেসব ব্যক্তি আলোচনার টেবিলে বসেন তারাও আসলে বাগদাদ বিমান বন্দরে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। তারা কেবল তাদের বেশভূষা পরিবর্তন করেছেন।#
