আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের জাতীয় ধর্মীয় ঐক্য পরিষদের (শিয়া ও সুন্নি) সদস্যরা জেনারেল কাসেম সোলেইমানি’র বাড়িতে উপস্থিত হয়ে ইসলামের মহান এ মুজাহিদের পরিবারের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন। এ সময় তারা শহীদ কাসেম সোলেইমানি’র পরিবারকে তাঁর শাহাদাত উপলক্ষে সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মহান আল্লাহ্ তাঁকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করায় অভিনন্দন জানান।# .... 176

২৫ জানুয়ারী ২০২০ - ১৯:১২