আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শাবাবুল মোকাভামাহ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং শহীদ লে. জে. কাসেম সোলেইমানি ও শহীদ আবু মাহদি আল-মুহানদিসের চেহলাম উপলক্ষে বিশেষ সমাবেশ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যুবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ গত শনিবার (৯ ফেব্রুয়ারি) ইরানের কোম শহরের মুসাল্লাতে (জুমআর নামাজের বিশেষ স্থান) শহীদ জে. কাসেম সোলেইমানি’র পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী’র ডেপ্যুটি কমান্ডার জে. ফাদাভি এবং লেবাননের হিজবুল্লাহ বাহিনীর কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সৈয়দ হাশেম সাফিউদ্দীন’। এছাড়া আরও উপস্থিত ছিলেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) উচ্চতর পরিষদের সদস্যবৃন্দ আয়াতুল্লাহ ঈসা কাসেম ও আয়াতুল্লাহ মুহসেন আরাকি এবং মাজমার সাংস্কৃতি বিভাগের ডেপ্যুটি প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আহমাদি তাবার ও মাজমা’র গ্রন্থ বিশ্লেষণ বিষয়ক বিভাগের সদস্য হুজ্জাতুল ইসলাম মুঈন দাকিক।#176
১১ ফেব্রুয়ারী ২০২০ - ০৪:৪০
News ID: 1009396