আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের ৪০ তম বর্ষপূর্তী ও লে. জে. কাসেম সোলেইমানি ও আবু মাহদি আল-মুহানদিসের চল্লিশা আইভরি কোস্টের রাজধানী আবিজানে পালিতে হয়েছে। আল-মোস্তফা (সা.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আহলে বাইত (আ.) এর ৫ শতাধিক অনুসারী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আইভরি কোস্টের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম শাইখ যাকারিয়া কুনাতাহ, হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মুঈনিয়ান, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার আরবি বিষয়ক বিভাগের প্রধান সৈয়দ যামান হুসাইনি, হুজ্জাতুল ইসলাম শাইখ ইসহাক কুলিবালি, জনাব ইউনুস ভাতরা, হুজ্জাতুল ইসলাম শাইখ আব্দুল্লাহ দোসো প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া, আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইভরি কোস্ট শাখার ছাত্রবৃন্দ আলী ও ইউনুস এ অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিশেষ রচনা উপস্থাপন করেন।#176
১৩ ফেব্রুয়ারী ২০২০ - ১৯:৫২
News ID: 1010156