‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১৩ ফেব্রুয়ারী ২০২০

৮:০১:৩২ PM
1010157

ইতালির বড় বড় শহরগুলোর রাস্তার পাশের দেয়ালে লে. জে. কাসেম সোলেইমানি’র ছবি লাগানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রোম ও মিলানসহ ইতালির বড় বড় শহরগুলোর মূল সড়কগুলোর পার্শ্ববর্তী দেয়ালে লে. জেনারেল কাসেম সোলেইমানি’র হাস্যোজ্জল ছবি লাগানো হয়েছে।
‘ইউরোপিয়ান ফ্রন্ট ফর সিরিয়া’ নামক একটি গ্রুপ এ পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদক্ষেপ এমন এক ব্যক্তির পরিশ্রমের কৃতজ্ঞতা স্বরূপ গ্রহণ করা হয়েছে, জাতিসমূহের স্বাধীনতার পথে যার দায়িত্ব পরায়ণতা ও আত্মত্যাগ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়কে প্রভাবিত করেছে। নির্যাতিত মানুষগুলোর জন্য তিনি ছিলেন আশারবাণী। ইতালীয় ঐ গ্রুপের সদস্যরা জে. সোলেইমানিকে একজন ঈমানদার, নম্র এবং বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রমী সৈনিক হিসেবে আখ্যায়িত করে মার্কিন বাহিনী কর্তৃক তাঁর হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত, চরম নৃশংসতা ও ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছে।
প্রসঙ্গত, ইতালির রাস্তায় শহীদ লে. জে. কাসেম সোলেইমানি’র ছবি তার শাহাদাতের ৪০ দিবস পূর্তি উপলক্ষে ঝুলানো হয়েছে। লে. জেনারেল সোলেইমানি ও ইরাকের মোবিলাইজেশন ফোর্সের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিস বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর কাপুরুষোচিত হামলায় শহীদ হন।#176