২৫ মার্চ ২০২০ - ০৭:৪০
করোনা মোকাবিলায় ইতালীর সাথে ইইউ’র বিশ্বাসঘাতকতা (চিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রয়োজনের সময় ইতালীকে নিঃসঙ্গ ত্যাগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। চিকিৎসা সহায়তা দেয়া থেকেও বিরত রেখেছে নিজেকে। বিভিন্ন প্রকারের কয়েক লক্ষ মাস্ক ইতালীর উদ্দেশ্যে পাঠিয়েছিল চীন। গত সপ্তাহে গন্তব্যের পথে চেক প্রজাতন্ত্র অভ্যন্তরে ঐ চালানকে জব্দ করা হয়। ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ ইতালীতে। দেশটিতে গত এক মাসে করোনায় নিহতদের সংখ্যা চীনকেও অতিক্রম করেছে।#176