‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শুক্রবার

১ মে ২০২০

১:৫২:৫৮ PM
1032164

ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে নেতানিয়াহুর প্রতি সৌদি লেখকের আহ্বান (ভিডিও)

ফিলিস্তিনিদের বিশ্ব থেকে নিশ্চিহ্ন করতে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সৌদি আরবের একজন লেখক আহ্বান জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):তিনি তার ভাষায় দাবি করেছেন, ফিলিস্তিনিরা আরব নন এবং তাদের কোনো ভূমি কিংবা তাদের প্রতি সহানভূতি দেখানোর কারণ নেই।

রাওয়াফ আল সাইয়িন নামে এ লেখক আরো বলেন, “আমি একজন ইহুদির সঙ্গে ঘুমাতে প্রস্তুত আছি কিন্তু একজন ফিলিস্তিনির সঙ্গে নয়। আমি একজন ইহুদিকে মেহমানদারি করব কিন্তু একজন ফিলিস্তিনিকে আমার বাড়িতে জায়গা দেব না।” ইউটিউবে এক উস্কানিমূলক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন সৌদি আরবের এ লেখক।

ফিলিস্তিনি জনগণকে উদ্দেশ করে সাইয়িন লেখক বলেন, “ওই ভূমি হচ্ছে ইসরাইলের ভূমি; ইসহাক সামির, ইসহাক রবিন ও গোল্ডা মাইয়ার ছিলেন বীর (ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী) কিন্তু নেতানিয়াহু ভীরু। কারণ তিনি এখনো তোমাদেরকে পুড়িয়ে শেষ করেন নি। আমি ঠিক এর কারণ জানি না; তার কাছে কী এসব অস্ত্র নেই?”

সৌদি আরবের এ লেখক অধিকৃত ভূখণ্ডের সীমানাকে সিলগালা করে দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে কোনো ফিলিস্তিনি ইসরাইলে যেতে না পারে।#

342/