‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

১৩ মে ২০২০

৮:৫৭:৪২ AM
1036451

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছাড়াল, শনাক্ত ৪১ লাখের বেশি

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৪১ লাখ ১৫ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ২১৫ জন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে আজ (রোববার) দুপুরে এসব তথ্য প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের টালি অনুযায়ী, কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪১ লাখ ১৫ হাজার ৫৪৯ জন মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৪১ হাজার ৬২ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৬৭৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী- আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আমেরিকা। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৮৭৮ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৮০ হাজার ৪০ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন এক হাজার ৪২৫ জন। 

মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ইউরোপের দেশ ব্রিটেন। দেশটিতে মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন। এছাড়া, ইতালিতে ৩০ হাজার ৩৯৫, স্পেনে ২৬ হাজার ৪৭৮, ফ্রান্সে ২৬ হাজার ৩১০, ব্রাজিলে ১০ হাজার ৬৫৬ জন, বেলজিয়ামে ৮ হাজার ৫৮১, জার্মানিতে ৭ হাজার ৫৪৯ জন মৃত্যুবরণ করেন।