‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : abna
বৃহস্পতিবার

২১ মে ২০২০

৯:৩৫:১৪ PM
1039295

আল-কুদস দিবস-২০২০

কুদস ও মুসলমানদের দায়িত্ব-কর্তব্য (ভিডিও)

ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেইনি (রহ.) এর ঘোষণার ভিত্তিতে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার; বিশ্ব আল-কুদস দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: বিশ্বের মুসলমানরা এদিন ইসরাইল বিরোধী বিভিন্ন র‌্যালি, প্রতিবাদ সমাবেশ, সম্মেলন ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আল-কুদস দিবস হিসেবে পালন করে থাকে। এর মাধ্যমে তারা ফিলিস্তিনকে মুক্ত করণের দাবি জানানোর পাশাপাশি দখলদার ইসরাইলের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। চলতি বছর করোনা সংশ্লিষ্ট লকডাউনের কারণে কুদস দিবস বিগত বছরগুলোর ন্যায় পালন করা সম্ভব হচ্ছে না। তাই ফিলিস্তিন প্রেমিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দখলদার ইসরাইলের বিরুদ্ধে তাদের মনে জমে থাকা ক্ষোভ প্রকাশ করবে, ফিলিস্তিনি জাতির মুক্তির দাবী জানাবে। আর এর মাধ্যমে নিজেদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করবে। 
উপস্থাপিত ক্লিপটিতে ‘কুদস ও মুসলিম উম্মাহর ঐক্য’ বিষয়ে কথা বলেছেন, আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হুজ্জাতুল ইসলাম জনাব মোঃ আব্দুল কাইয়ুম।# মাল্টিমিডিয়া বিভাগ 176