‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৯ জুন ২০২০

১:২০:৪৫ AM
1044678

সিয়াটেলে গাড়ী নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা, আহত ১ (ছবি)

মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ করছে জনগণ। বিক্ষোভকারীদের উপর জনৈক ব্যক্তির হামলায় এক যুবক আহত হয়েছে।

সিয়াটেলে গাড়ী নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা হামলা, আহত ১ (ছবি)
মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ করছে জনগণ। বিক্ষোভকারীদের উপর জনৈক ব্যক্তির হামলায় এক যুবক আহত হয়েছে।
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (আবনা): মার্কিন পুলিশের বর্ণবাদী বৈষম্যের শিকার জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে গোটা আমেরিকা জুড়ে। এর ধারাবাহিকতায় ওয়াশিংটন রাজ্যের সিয়াটেল শহরে এক ব্যক্তি তার গাড়ী নিয়ে পুলিশ ব্যারিকেডের দিকে এগিয়ে যায়। এরপর ঐ ব্যক্তির চালানো গুলিতে ১ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সময় তোলা ছবি দেখে জানা গেছে যে, হামলাকারী ব্যক্তি গাড়ী নিয়ে পুলিশ ব্যারিকেডের দিকে এগিয়ে গেলে বিক্ষোভকারীরা তার গাড়ির পথরোধ করতে গাড়ীর উপর চড়াও হয় এবং তার গাড়িতে আঘাত করতে থাকে। এ সময় হামলাকারীর সাথে থাকা অস্ত্র গাড়ীর জানালা দিয়ে বের করলে বিক্ষোভকারীরা সরে যায়। এরপর গাড়ী থেকে নেমে হামলাকারী বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। সিয়াটেল পুলিশ ঐ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
সিয়াটেলের ফায়ার সার্ভিসের প্রতিবেদনের ভিত্তিতে, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ঐ ব্যক্তির ছোঁড়া গুলিতে আহত হয়েছে ২৭ বছরের এক যুবক। আহত ঐ যুবককে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সিয়াটেল পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক টুইটে বলা হয়েছে, সন্দেহ জনক ঐ ব্যক্তিকে আটক এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে। আহত ঐ যুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছেও বলে উল্লেখ করা হয়েছে ঐ টুইটে।
প্রসঙ্গত, মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরের শ্বেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড (৪৬) হত্যার প্রতিবাদে ২ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে আমেরিকার বিভিন্ন শহরের জনগণ। এ সকল বিক্ষোভের কোন কোনটি সহিংসতায় রূপ নিয়েছে ইতিমধ্যে। হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছ আমেরিকার বিভিন্ন শহরের পুলিশ। শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচী চললেও পুলিশের বাধা ও সহিংস হামলায় বিভিন্ন শহরের বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ নাগাদ উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছে।#176