আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোভিড-১৯ এর কারণে বিদেশী যায়েররা চলতি বছর ইমাম হুসাইন (আ.) এর আরবাইনের পদযাত্রা এবং এ দিবস উপলক্ষে আয়োজন বিশাল শোক সমাবেশে যোগ দানে সক্ষম না হলেও ইরাকের বিভিন্ন শহর থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে ইমাম হুসাইন (আ.) এর লাখো ভক্তরা। ছবিতে কুফা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হওয়া যায়েরদেরকে দেখতে পাচ্ছেন#176
৪ অক্টোবর ২০২০ - ০৭:১৭
News ID: 1075505