‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৯ অক্টোবর ২০২০

৮:১৪:৪৬ AM
1076684

আরবাইনে হুসাইনি-১৪৪২ (৪)

১ কোটি ৪৫ লক্ষ যায়েরের উপস্থিতিতে ইমাম হুসাইনের (আ.) আরবাইন অনুষ্ঠিত

হজরত আব্বাস (আ.) এর মাজার পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, চলতি বছর (১৪৪২) আরবাইনের পদযাত্রা ও অনুষ্ঠানে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যায়ের অংশগ্রহণ করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হজরত আব্বাস (আ.) এর মাজার পরিচালনা পরিষদের প্রধান এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে, চলতি বছর ইমাম হুসাইন (আ.) এর আরবাইনের (শাহাদাতের ৪০ তম দিন তথা চল্লিশা) পদযাত্রা ও শোকানুষ্ঠানে ১ কোটি ৪৫ লক্ষেরও বেশী যেয়ারতকারী (যায়ের) অংশগ্রহণ করেছেন।

ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, কারবালা মুয়াল্লা শহরে প্রবেশের চেক পয়েন্টগুলোতে স্থাপিত ইলেক্ট্রোনিক কাউন্টিং ডিভাইসের প্রদত্ত তথ্যের ভিত্তিতে এ সংখ্যা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কোভিডি-১৯ এর প্রকোপে বিশ্বব্যাপী সৃষ্ট সমস্যার কারণে গত বছরের তুলনায় চলতি বছর যায়েরদের সংখ্যা ছিল কম। কোরোনা সংক্রামন এড়াতে ইরানসহ ইরাকের প্রতিবেশী দেশগুলোর স্থল সীমান্ত দিয়ে যায়েরদের ইরাকে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিগত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যায়েরদের সংখ্যা ছিল অনেক কম।#