‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২২ অক্টোবর ২০২০

৩:৩৪:২১ PM
1080365

আজারবাইজানে আত্মঘাতী ড্রোনের গণ-উৎপাদন শুরু (ছবি)

আত্মঘাতী ড্রোনের গণ-উৎপাদনের কাজ শুরু করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজারবাইজানের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন মডেলের আত্মঘাতী ড্রোনের গণ-উৎপাদনের কাজ শুরু হয়েছে।

নুতন উৎপাদিত আত্মঘাতী এ ড্রোনের সক্ষমতা আগের চেয়েও বেশী বলে উল্লেখ করে এ মডেলের কিছু সংখ্যক ড্রোন সেনাবাহিনীর কাছে হস্তান্তরের তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ মডেলের ড্রোনের নাম রাখা হয়েছে İti Qovan অর্থাৎ কুকুর তাড়ানো।

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ‘এলহাম আলিয়েভ’ দখলদার বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, কুকুর তাড়ানোর মত করে তাদেরকে বিতাড়িত করা হবে।#176