আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়ার বিশিষ্ট শিয়া নেতা ও এদেশের শীর্ষস্থানীয় আলেম শাইখ যাকযাকিকে অবৈধভাবে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদে রাজধানী আবুজাতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিয়ারা। এ সময় তারা শাইখ যাকযাকির নিঃশর্ত মুক্তির দাবী জানায়।#176
২৪ অক্টোবর ২০২০ - ০৬:১৬
News ID: 1080515