‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৪ নভেম্বর ২০২০

১০:১৫:১৯ AM
1083375

রহমতের নবি (স.) ও ষষ্ঠ ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ

১৭ রবিউল আওয়াল মহানবি হজরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী। পবিত্র এ দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ১৭ রবিউল আওয়াল মহানবি (স.) ও তাঁর বংশধারার ষষ্ঠ ইমাম হজরত ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী।

বর্ণনার ভিন্নতায় আহলে সুন্নাত ১২ রবিউল আওয়াল মহানবি হজরত মুহাম্মাদ (স.) এর জন্মবার্ষিকী পালন করে থাকে এবং আহলে বাইত (আ.) এর অনুসারীরা মহানবি (স.) এর বংশধর নিষ্পাপ ইমামগণ (আ.) থেকে বর্ণিত রেওয়ায়েতের ভিত্তিতে ১৭ রবিউল আওয়ালকে পবিত্র মিলাদুন্নাবি (স.) দিবস হিসেবে পালন করে থাকে।

ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি (রহ.) মুসলিম উম্মাহর ঐক্যকে সামনে রেখে ১২ থেকে ১৭ রবিউল আওয়াল ‘ইসলামি ঐক্য সপ্তাহ’ হিসেবে ঘোষণা করেন। দীর্ঘ ৩ দশকেরও অধিক সময় ধরে শিয়া ও সুন্নি আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বের বেশীরভাগ দেশে এ সপ্তাহ পালিত হয়ে আসছে।

চলতি বছর করোনা সংক্রামনের কারণে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও সংক্ষিপ্ত আকারে অথবা অনলাইনে এ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র এ দুই ব্যক্তিত্বের বরকতময় জন্মদিনে বিশ্বের সকল মুসলিম বিশেষ করে আবনা পাঠকদের উদ্দেশ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ।#176