‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৩ নভেম্বর ২০২০

৭:২৯:৩১ PM
1085876

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে দায়েশের হামলার নিন্দায় মাজমা’র বিবৃতি

আফগান শিক্ষক ও ছাত্রদেরকে লক্ষ্য করে চালানো দায়েশের হামলার নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দায়েশ সন্ত্রাসীদের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক আফগান শিক্ষক ও ছাত্রের মর্মান্তিক শাহাদাতের ঘটনার নিন্দায় বিবৃতি দিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা।

বিবৃতিতে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা এবং বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ আফগানিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র ও শিক্ষকের মর্মান্তিক শাহাদতের ঘটনার পর মেইদান শাহর বিশ্ববিদ্যালয়ে পূনরায় বিস্ফোরণের ঘটনা ইরানের জনগণের হৃদয়কে আবারও ব্যথিত করেছে।

بسم الله الرحمن الرحيم

«وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا»

 ‘আর যে কেউ কোন মু’মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে চিরকাল থাকবে এবং  আল্লাহ্ তার উপর রুষ্ট হবেন, তাকে লানত দেবেন এবং তার জন্য প্রস্তুত করবেন মহাশাস্তি’। [নিসা: ৯৩]

কাবুল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা এবং বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ আফগানিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র ও শিক্ষকের মর্মান্তিক শাহাদতের ঘটনার পর মেইদান শাহর বিশ্ববিদ্যালয়ে পূনরায় বিস্ফোরণের ঘটনা ইরানের জনগণের হৃদয়কে আবারও ব্যথিত করেছে।

নিঃসন্দেহে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা, মার্কিন সরকার ও তাদের মিত্রদের কালো আমলনামায় লিপিবদ্ধ থাকবে। যারা সন্ত্রাসবাদের মোকাবিলা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার নামে আফগানিস্তানে সৈন্য মোতায়েন করেছে। দ্রুতই বিদেশী সৈন্য আফগানিস্তান ত্যাগের মাধ্যমে দেশের জনগণের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ সমূলে উটপাটিত হবে এবং ন্যায়ভিত্তিক সন্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে ইন শা আল্লাহ্।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের জনগণের প্রতি বিশেষ করে শহীদ ও আহতদের প্রতিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি শহীদদের জন্য সুউচ্চ মর্যাদা ও আহতদের জন্য দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ধৈর্য্য কামনা করে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা