‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৫ ডিসেম্বর ২০২০

১২:১৬:১৩ PM
1092559

নাইজেরিয়ায় নারী ও কৃষকদের হত্যার নিন্দায় মাজমার বিবৃতি

নাইজেরিয়ায় ধানক্ষেতে কর্মরত অবস্থায় শতাধিক কৃষককে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে মাজমা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বোকো হারাম সন্ত্রাসীদের হাতে শতাধিক নারী ও কৃষক হত্যার ঘটনায় বিবৃতি প্রকাশ করে নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

বিবৃতির মূল অংশঃ

নাইজেরিয়ার অসহায় কৃষক ও নারীদের উপর চালানো কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডে আবারো ব্যথিত হয়েছে বিশ্ববাসীর হৃদয়।

এই গোষ্ঠীর বর্বরতা ও অমানবিক এ পদক্ষেপ কোন যুক্তি এবং বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ হত্যাকাণ্ড যে কোন ধর্মের মানুষের হৃদয়কেই ব্যথিত করে।

পশ্চিমা দাম্ভিক সরকারগুলো -যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরাইলের সন্ত্রাসী সরকার যাদের শীর্ষ রয়েছে- আলকায়েদা, তালেবান, দায়েশ বোকো হারাম এবং এর মত সন্ত্রাসী গ্রুপ তৈরির মাধ্যমে, আল্লাহর নবিগণ (আ.) এর অনুসারী বিশেষতঃ মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি এবং মহানবি (স.) এর আনীত ইসলামের নির্মল ভাবমূর্তিকে বিনষ্ট করা ছাড়া অন্য কোন উদ্দেশ্য রাখে না।

মুক্তিকামী এমন কোন মানুষ আছে কী, যে অসহায় মানুষগুলোর উপর হত্যা, নির্যাতন ও অপহরণের সংবাদ শুনবে এবং তার অন্তর প্রভাবিত হবে না?

খ্রিষ্টান ঐ যুবক ও শিশুরা কোন অপরাধে এ হত্যাকাণ্ডের শিকার হয়েছে?

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা, নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে, হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। পাশাপাশি বিশ্বের যুবসমাজ এবং নারী ও পুরুষ নির্বিশেষে সকল সম্মানিত ও মুক্তিকামী মানুষের প্রতি এ আহবান জানায়, যেন তারা এ ধরণের মানবতা বিরোধী ঘটনার বিপরীতে নিরব না থাকে এবং এর বিরুদ্ধে সম্ভাব্য যে কোন উপায়ে অবস্থান গ্রহণ করে বিশ্ববাসীকে এ হত্যাকাণ্ড সম্পর্কে অবগত করে।

«و سیعلم الذین ظلموا ای منقلب ینقلبون».

‘আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়’। [শুআরা : ২২৭]

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

প্রসঙ্গত, গত শনিবার (২৮ নভেম্বর) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের কাছে কোশোবো ও আশেপাশের এলাকায় ধানক্ষেতে কর্মরত কৃষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করে মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা। তারা কৃষকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা বেশ কিছু নারীকে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে কোন কোন গণমাধ্যম।#176