‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

১৫ ফেব্রুয়ারী ২০২১

১০:০০:২৮ AM
1115582

বাহরাইনিদের ওপর আলে-খলিফা'র দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারির গণ-অভ্যুত্থান-বার্ষিকীর প্রাক্কালে বাহরাইনে প্রতিবাদী জনগণের ওপর রাজতান্ত্রিক আলে-খলিফা সরকারের দমন-পীড়ন জোরদার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ-সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি। একই ধরনের গণ-অভ্যুত্থানে সে সময় তিউনিসিয়ায় বেন আলি সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল।  কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি-সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ-অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব বিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।#

342/