‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৩ ফেব্রুয়ারী ২০২১

৫:২৬:২৮ AM
1117989

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে,

প্রফেসর জালালুদ্দীন রাহমাতের স্মরণে বিশেষ শোকসভা

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার শীর্ষস্থানীয় সদস্য প্রফেসর জালালুদ্দীন রাহমাতের স্মরণে বিশেষ শোক সভা অনুষ্ঠিত হবে আজ বিকেলে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইন্দোনেশিয়ার আহলুল বাইত (আ.) জামাআহ এ্যাসোসিয়েশনের (IJABI) সভাপতি এবং এদেশের সাবেক সাংসদ ড. জালালুদ্দীন রাহমাতে’র স্মরণে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে অনলাইনে এ শোক মজলিশ অনুষ্ঠিত হবে। বক্তাগণ ইন্দোনেশিয়ান, ফার্সি এবং ইংরেজি ভাষায় এতে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

এতে বক্তব্য রাখবেন, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জারেয়ান’, ইন্দোনেশিয়ায় মহামান্য রাহবারের প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘আব্দুল মাজিদ হাকিম এলাহি’ এবং হাওযা ইলমিয়ার যোগাযোগ ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ‘সৈয়দ মুফিদ হুসাইনি কুহসারি’।

এছাড়া ইন্দোনেশিয়ার আহলুল বাইত (আ.) সংস্থার সভাপতি ‘সৈয়দ উমার শাহাব’ এবং মরহুম প্রফে. জালালুদ্দীন রাহমাতের পুত্র  ‘মিফতাহ ফৌজি রাহমাত’ এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও সক্রিয় ব্যক্তিত্ব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘হুসাইন বাহরামি’ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী ‘উস্তাদ আলীযাদে’।

অনুষ্ঠানটি আজ (মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি) তেহরানের স্থানীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে (জাকার্তার স্থানীয় সময় রাত ৮টায়) শুরু হবে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার শিয়াদের পিতৃতুল্য এবং বিশিষ্ট মনীষী হিসেবে মুসলমানদের সেবায় নিয়োজিত ড. জালালুদ্দীন গত ১৬ ফেব্রুয়ারি-২০২১ ৭২ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#176

অনুষ্ঠানটিত অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।