আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সর্বোচ্চ নেতা বলেন, উদ্ভিদ, লতা-পাতা ও সবুজের সমারোহ মানুষের জীবনের অতি জরুরি বিষয় এবং তা মানব সভ্যতা বিনির্মাণে সহায়তা করে।
ইসলামে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সদাকায়ে জারিয়ার সওয়াব লাভ করা যায় এবং একজন মানুষ মারা যাওয়ার পরও ওই বৃক্ষের মাধ্যমে মানবজাতি যতদিন উপকৃত হতে থাকে ততদিন তার রুহের ওপর সওয়াব পৌঁছাতে থাকে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ উজাড় করে দেয়ার যে ধ্বংসাত্মক তৎপরতা বিশ্বব্যাপী চলছে তাতে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ ধ্বংসকারী এ তৎপরতা প্রতিহত করার জন্য সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।#
342/
