‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৯ মার্চ ২০২১

৩:৪৬:২৬ AM
1121701

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মহানবি (স.) এর সহযোগী আবু তালিব (আ.) আন্তর্জাতিক সম্মেলনে’র কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘মহানবি (স.) এর সহযোগী আবু তালিব (আ.) আন্তর্জাতিক সম্মেলনে’র পর্দা উন্মোচিত হচ্ছে আজ (মঙ্গলবার, ৯ মার্চ-২০২১)। মহানবি (স.) এর সম্মানিত চাচা ও আলী (আ.) এর পিতা আবুতালিব (আ.) এর ওফাত বার্ষিকীতে শুরু হচ্ছে বহুল প্রতিক্ষীত এ সম্মেলন।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানসূচী: পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঞ্চালক কর্তৃক অতিথিবৃন্দ ও উপস্থিতিকে স্বাগত জানানো হবে শুরুতে। বক্তৃতা পর্বের শুরুতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. হায়েরির বক্তব্যের পর বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল-উজমা নাসের মাকারেম শিরাজি (হাফে.) বার্তা পাঠ করে শোনানো হবে। এরপর বক্তব্য রাখবেন যথাক্রমে আয়াতুল্লাহ আখতারি, আয়াতুল্লাহ হুসাইনি বুশাহরি, আয়াতুল্লাহ কা’বি, আয়াতুল্লাহ মা’তুক, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন নাঈম কাসেম, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন তায়েব, আয়াতুল্লাহ ঈসা কাসেম, আয়াতুল্লাহ মুদাররেসি ইয়াযদি এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কোবাঞ্চি। এরপর সঞ্চালক কর্তৃক সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানটি তেহরান সময় সকাল ৮:১৫ (বাংলাদেশ সময় ১০:৪৫) মিনিটে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমাম খোমেনি (রহ.) উচ্চতর শিক্ষা বিষয়ক কমপ্লেক্সের ‘কুদস’ মিলনায়তনে শুরু এবং বেলা ১২:২৫ (বাংলাদেশ সময় বেলা ২:৫৫) মিনিট নাগাদ অব্যাহত থাকবে।

 ‘মহানবি (স.) এর সহযোগী আবু তালিব (আ.) আন্তর্জাতিক সম্মেলন’ ৯, ১০ ও ১১ই মার্চ ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিষয় ভিত্তিক বিভিন্ন পরিষদের সভা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে আয়াতুল্লাহ আল-উজমা নূরি হামেদানি (হাফে.) ও আয়াতুল্লাহ আল-উজমা সুবহানি (হাফে.) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন। এছাড়া মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশেষ অতিথি, ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী এবং বিশ্বের বিভিন্ন দেশের ইলমি ব্যক্তিত্ব ও আলেমবর্গ এতে বক্তব্য রাখবেন।#176