‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ মার্চ ২০২১

৬:৫২:৪৭ AM
1124004

নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান (ভিডিও)

নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং এই বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিসহ পদস্থ সামরিক কমান্ডারেরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ সময় বিভিন্ন পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ৩৬০ ডিগ্রি ফায়ারিং, মুভিং ফায়ারিং ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের নানা সরঞ্জামও প্রদর্শিত হয়েছে আজকের অনুষ্ঠানে।

মাইন নিক্ষেপের বিভিন্ন আধুনিক সরঞ্জামও সেখানে শোভা পাচ্ছিল।

আজ আনুষ্ঠানিকভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র শহরটি নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হলো। এর মধ্যদিয়ে সাগরে শত্রুর হুমকি মোকাবেলার সক্ষমতা আরও বাড়ল।

আজ যেসব ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে তার সবই তৈরি করেছেন ইরানের বিশেষজ্ঞরা।

ইরান অনেক দিন ধরেই সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে।#

342/