২২ এপ্রিল ২০২১ - ১১:০৬
ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় বিস্ফোরণ

দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। ইসরাইলের বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইসরাইলি সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) এই বিস্ফোরণ ঘটেছে।

ইসরাইলের অন্যান্য সূত্র জানিয়েছে, 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটেছে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখেছেন। 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানাটি ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত এবং সেখানে বেসামরিক জনবসতি রয়েছে।  

ইসরাইলি দৈনিক হারেৎজ লিখেছে, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো রিপোর্ট পাওয়া যায়নি।#

342/