আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সাদিরুতে গতকাল হামাসের পাঁচটি রকেট আঘাত হানে। একই দিন দখলদার ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : দক্ষিণ গাজায় ইসরাইলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।#
342/
