২০ মে ২০২১ - ০৯:৪৫
ইসরাইলে হামাসের রকেট হামলা: ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক (ভিডিও)

ইহুদিবাদী ইসরাইলের নেগেভ শহরের পশ্চিমে সাদিরুত এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড। হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এসময় ইসরাইলের নিরাপত্তারক্ষীরাসহ বেশকিছু ইহুদিবাদী আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য দৌড়ে পালাতে থাকে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সাদিরুতে গতকাল হামাসের পাঁচটি রকেট আঘাত হানে। একই দিন দখলদার ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : দক্ষিণ গাজায় ইসরাইলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।#

342/